চলতি সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
গত কয়েকদিন ধরেই দেশজুড়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। ফলে স্বাভাবিকের তুলনায় শীত অনুভব হচ্ছে কম। চলতি সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, আজ সোমবার (১০ জানুয়ারি) শ্রীমঙ্গলে সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস ও ঢাকাতে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে , আগামীকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) পর্যন্ত তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। তবে সন্ধ্যার পর থেকে আকাশে মেঘ দেখা যেতে পারে। আগামী বুধবার (১৩ জানুয়ারি) হালকা বৃষ্টির সম্ভাবান আছে। বৃষ্টির রেশ কেটে যাওয়ার পর আবারও তাপমাত্রা কমতে শুরু করবে।
সারাদেশে শৈত্যপ্রবাহ হওয়ার সুযোগ না থাকলেও বৃষ্টির পরে দুই এক জায়গায় শৈত্যপ্রবাহ হবে। বর্তমানে দেশের তাপমাত্রা ১২ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। এরমধ্যে কক্সবাজার ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।
অনন্যা চৈতী