আর্কাইভ থেকে ক্রিকেট

জামাল-জিকোদের অভিনন্দন জানালো আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার কথা নতুন নয়। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আলবিসেলেস্তারা যখন বিশ্বকাপ ঘরে তোলে, তখন বাংলাদেশের মানুষের গলা ফাটা চিৎকার পৌঁছে যায় আর্জেন্টিনায়। মেসি থেকে শুরু করে আর্জেন্টাইন কোচ স্ক্যালোনিও ধন্যবাদ জানিয়েছে লাল-সবুজের দেশকে।

ভালোবাসার প্রতিদান হিসেবে সম্প্রতি ব্যক্তিগত আগ্রহে ৩ জুলাই সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ ঘুরে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্তিনেজ। এবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শুভকামনা জানাল বাংলাদেশ ফুটবল দলকে।

 

১৪ বছর পর এবারের সাফ চ্যাম্পিয়নশিপের আসরে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার জনপ্রিয় এই আসরটিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলায় মেসির দেশের ফুটবল ফেডারেশন এই শুভকামনা জানিয়েছে।

পোস্টে এএফএ লিখেছে, ‘অদম্য শক্তি ও উন্নয়নশীল চেতনায় ১৪ বছর পর দক্ষিণ এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩–এর সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশের এই সাফল্য ভবিষ্যতে অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের।’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন