আর্কাইভ থেকে বলিউড

আইসিইউতে লতা মঙ্গেশকর

উপমাদেশের কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর করোনা আক্রান্ত। আইসিইউতে ভর্তি আছেন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী। 

ভারতীয় গণমাধ্যমে লতার পরিবার থেকে জানানো হয়, করোনা সংক্রমণ ধরা পরায় তার বয়সের কথা চিন্তা করেই আইসিইউতে রাখা হয়েছে লতা মঙ্গেশকরকে। কিংবদন্তী শিল্পীর দ্রুত আরোগ্য লাভের জন্য ভক্তদের প্রার্থনা করতে বলেছেন তাঁর পরিবার। 

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম এই সুর-সম্রাজ্ঞীর। ১৯৪২ সালে মারাঠি গানের মধ্য দিয়ে শুরু তাঁর ক্যারিয়ার জীবনের। প্রায় ৩৬টি ভাষায় গান করেছেন লতা মঙ্গেশকর। সংগ্রহের ঝুলিতে আছে প্রায় ২৫ হাজার গান। ২০০১ সালে লতা মঙ্গেশকর ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ভারতরত্ন অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন।

 ভারতের সঙ্গীতাঙ্গনকে এক সময় একাই শাসন করেছেন লতা মঙ্গেশকর। তাঁর কোকিল কন্ঠে আজও মুগ্ধ হন দর্শক। 

অনন্যা চৈতী

 

এ সম্পর্কিত আরও পড়ুন