আর্কাইভ থেকে ফুটবল

জামাল ভূঁইয়ার জন্য মার্টিনেজের জার্সি

বাংলাদেশে মাত্র ১১ ঘণ্টা সফর শেষ করে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ যখন কলকাতা যাওয়ার উদ্দেশে হজরত শাহজালাল বিমানবন্দরে, ঘটনাচক্রে বাংলাদেশ ফুটবল দলও সাফ শেষ করে তখন ফিরতি পথে সেখানে ছিল।

মার্টিনেজ বিমানবন্দের আসছে জেনে তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছাতে জামাল ভূঁইয়ারা সেখানে অপেক্ষা করেছিলো। কিন্তু মার্তিনেজের দেখা পায়নি তাঁরা। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা।  এই খবর এমি পেয়েছেন কলকাতায় যাওয়ার পর। তিনি জেনেছেন এমিকে যে বাংলাদেশ ও কলকাতায় এনেছিলেন সেই শতদ্রু দত্তের থেকে।

আরও পড়ুন: দামি দশ গোলরক্ষকের তালিকায় নেই মার্টিনেজ, ব্রাজিলের দুজন

কলকাতা থেকে ফোনে বাংলাদেশের এক জাতীয় দৈনিক পত্রিকাকে শতদ্রু জানিয়েছেন,‌এমি জামালকে চেনে না।  এমনকি শতদ্রু নিজেও চিনতেন না বাংলাদেশের অধিনায়ককে।  যদি চিনতেন তাহলে অবশ্যই সাক্ষাতের ব্যবস্থা করতেন।

তবে এ নিয়ে বাংলাদেশে সমালোচনা হয়েছে এবং বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক মন খারাপ করেছেন জেনে শতদ্রু জামাল ভুইয়ার জন্য  একটা জার্সিতে এমির অটোগ্রাফ নিয়ে রেখে দিয়েছেন। শুধুই অটোগ্রাফ নয়, তাতে জামালের জন্য শুভেচ্ছাবাণীও আছে। জার্সিতে অটোগ্রাফ দেওয়ার আগে এমি লিখেছেন, ‘চিয়ার আপ, জামাল।‘

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন