আর্কাইভ থেকে অপরাধ

ডিসি কার্যালয়ে ভাঙচুর, যুবক আটক

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে ভাঙচুর করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নাসির উদ্দিন (২৮) নামের যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে ডিসি কার্যালয়ের দ্বিতীয় তলায় গিয়ে প্রায় প্রতিটি কক্ষের জানালার কাচ ভাঙা পাওয়া যায়।

নাসিরের বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মারাধর গ্রামে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবির।

ঠাকুরগাঁওয়ের ডিসি মাহবুবুর রহমান বলেন, প্রত্যেকটি সরকারি অফিস গুরুত্বপূর্ণ। এখানে যা হয়েছে, খুব খারাপ হয়েছে। সে সময় কে ডিউটিতে ছিল, কার কী ভূমিকা ছিল, আমরা সেটি দেখব।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, আপাতত তা এখনো জানা যায়নি।

এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডিসি কার্যালয় সূত্রে জানা যায়, সকালে পাঞ্জাবি পরা এক ব্যক্তি বেলচা হাতে ডিসি কার্যালয়ে প্রবেশ করে প্রতিটি কক্ষের থাই গ্লাস ভাঙচুর করতে থাকেন। তাকে কোনোভাবে আটকানো যাচ্ছিল না। খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ তাকে আটকাতে গেলে, তিনি আহত হন।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আমাদের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন