আর্কাইভ থেকে ক্রিকেট

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু চূড়ান্ত

এবারের এশিয়া কাপ আয়োজন নিয়ে নাটক থামছেই না। আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত বাবর আজমদের দেশে এশিয়া কাপ খেলতে যাবে না বলে আগে থেকেই জানিয়ে দিয়েছে। ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি না হওয়ায় দ্বিতীয় ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি।

মঙ্গলবার (১১ জুলাই) মধ্যরাতে আইসিসির বৈঠকের এক ফাঁকে বিষয়টি জানিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান অরুণ ধুমল।

 

India to play Pakistan encounter in Sri Lanka, Arun Dhumal confirms.

📸: ACC/ BCCI#asiacup #asiacup2023 #indvspak #pakvsind #newsupdate #rohitsharma #babarazam pic.twitter.com/8cml8gb2T9

— SportsTiger (@The_SportsTiger) July 12, 2023

এদিকে আগেই এশিয়া কাপ শুরুর দিনক্ষণ জানিয়েছে এসিসি। ওয়ানডে সংস্করণে ৩১ আগস্ট থেকে শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই।

এ সম্পর্কিত আরও পড়ুন