আর্কাইভ থেকে ফুটবল

ব্রাজিলের রোককে বাঘ বলে পরিচয় করিয়ে দিল বার্সা

গুঞ্জন ছিল অনেকদিন থেকেই। এবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিল বার্সেলোনা। পালমেইরাস থেকে ব্রাজিলের ১৮ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড ভিটর রোককে দলে ভেড়াল কাতালানরা। ২০২৪-২৫ মৌসুমে বার্সায় যোগ দেবেন রোক।

বুধবার (১২ জুলাই) বার্সেলোনা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় করিয়ে দেয় রোককে। সেখানে তাঁকে বাঘের গতির সাথে তুলনা দিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয়।

 

A post shared by FC Barcelona (@fcbarcelona)

রোককে দলে ভেড়ানোর আর্থিক বিষয় প্রকাশ করেনি স্প্যানিশ ক্লাবটি। তবে গণমাধ্যমের তথ্য মতে, ৪ কোটি ইউরো ট্রান্সফার ফি দেবে ন্যু ক্যাম্পের দলটি। বোনাস-সহ খরচ হবে আরও ২ কোটি ১০ লাখ ইউরো।

ব্রাজিলের ক্লাব পালমেইরাসের হয়ে ৬৬ ম্যাচে ২২ গোল করেছেন রোক। এই বছরের শুরুতে অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকায় তাঁর পারফরম্যান্সে সবার নজর কাড়ে। ব্রাজিলের শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ৮ ম্যাচে গোল করেন আসরের সর্বোচ্চ ৬টি।

ওই পারফরম্যান্সের পরই গত মার্চে মরক্কোর বিপক্ষে প্রথমবার ব্রাজিলের জাতীয় দলের হয়ে অভিষেক হয় তাঁর।

 

এ সম্পর্কিত আরও পড়ুন