আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতে একদিনে করোনা আক্রান্ত ২ লাখ ৭১ হাজার

করোনার নতুন রূপ ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই লাফি লাফিয়ে বাড়ছে এ মহামারী।

গেলো ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপর রয়েছে ফ্রান্স, ভারত, ইতালি, স্পেন, আর্জেন্টিনা ও যুক্তরাজ্য। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এক লাখ ছাড়িয়ে এখন দেশটিতে দৈনিক আক্রান্ত হচ্ছে দুই লাখেরও বেশি।

গেলো ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছে দুই লাখ ৭১ হাজার ৪৯৬ জন। গত দিন ছিল দুই লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৭১ লাখ ২২ হাজার ১৬৪ জন। দেশটিতে মোট মারা গেছে চার লাখ ৮৬  হাজার ৯৪ জন। মোট সুস্থ হয়েছে ৩ কোটি ৫০ লাখ ৮৫ হাজার।

গেলো ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে চার লাখ ৪ হাজার ১৪১ জন । দেশটিতে মোট আক্রান্ত ৬ কোটি ৬৬ লাখ ৬৪ হাজার ২৮৩ জন।

গেলো ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছে তিন লাখ ২৪ হাজার ৫৮০ জন। দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার ২৫৫ জন।

গেলো ২৪ ঘণ্টায় ইতালি করোনায় আক্রান্ত হয়েছে এক লাখ ৮০ হাজার ৬১৫জন। দেশটিতে মোট আক্রান্ত ৮৫ লাখ ৪৯ হাজার ৪৫০

এ সম্পর্কিত আরও পড়ুন