আর্কাইভ থেকে খেলাধুলা

এবার সাবিনাদের ‘বোনাস’ দিলেন কাজী সালাউদ্দিন

প্রায় ১০ মাস বিরতির পর হোম ভেন্যুতে নেপালের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে এই ম্যাচে ড্রয়েই শেষ হয়েছে সাবিনাদের দীর্ঘ বিরতির পর মাঠে ফেরার পালা। আর প্রথম ম্যাচ ড্র হওয়ায় সিরিজ কার, তা ১৬ জুলাইয়ের ম্যাচে নির্ধারণ হবে।

https://youtu.be/lHdJ8UqifPM

এদিকে দ্বিতীয় ম্যাচ খেলার আগে শনিবার (১৫ জুলাই) দুপুরে সাবিনাদের উৎসাহ দিতে টিম হোটেলে গিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এ সময় খেলোয়াড়দের উৎসাহ দেন তিনি। পাশাপাশি দলের প্রত্যেক খেলোয়াড় এবং কোচিং স্টাফের প্রত্যেককে ১০ হাজার টাকা করে বোনাসও দেন বাফুফে সভাপতি।

এর আগে, বৃহস্পতিবার প্রথম ম্যাচে ১-১ গোলে নেপালের বিপক্ষে ড্র করেছিল সাবিনা-কৃষ্ণারা। অধিনায়ক সাবিনার গোলে ম্যাচের ৯০তম মিনিট পর্যন্ত এগিয়েই ছিল লাল-সবুজের জার্সিধারীরা। তবে অতিরিক্ত সময়ে রক্ষণভাগের দুর্বলতায় গোল হজম করলে জয়বঞ্চিত হয় বাংলাদেশ।

নেপালের বিপক্ষে খেলার আগে সর্বশেষ ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকেই হারায় সাবিনার দল। তাদের বিপক্ষে সিরিজ দিয়েই দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে নারী ফুটবল দল।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন