আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বে করোনায় মৃত্যু আরও ৫ হাজার, সংক্রমণ ৩৩ কোটি

করোনার নতুন রূপ ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। তবে আগের দিনের কিছুটা কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে এতে আক্রান্ত ১৯ লাখ ২৯ হাজার।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। গত একদিনে বিশ্বে করোনায় মারা গেছেন চার হাজার ৯৩২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় এক হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৬৩ হাজার ১০৭ জনে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৩ কোটি ১১ লাখের ঘর। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, হাঙ্গেরি ও আর্জেন্টিনা। 

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন