আর্কাইভ থেকে আইন-বিচার

খুলনায় দুই জঙ্গির ১৭ বছর কারাদণ্ড

খুলনায় জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ১৭ বছর ৬ মাস কারাদণ্ড দিয়েছেন সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ রোজিনা আকতার এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) শওকত আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজা জেএমবিরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এইচ আর এম ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের ছাত্র নুর মোহাম্মদ অনিক (২৫) ও একই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোহাম্মদ মুজাহিদুল ইসলাম রাফি (২৪)।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২৪ জানুয়ারি রাতে খুলনা মহানগরীর গল্লামারী এলাকার একটি বাড়ি থেকে অনিক ও রাফিকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জামসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পরেরদিন সোনাডাঙা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। ওই মামলায় আজ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।

এ সম্পর্কিত আরও পড়ুন