মেয়ের পেশা ঠিক করে দিলেন আলিয়া
মায়ানগরীর কাপূর পরিবারে বংশানুক্রমে উত্তরাধিকার হস্তান্তরের চল রয়েছে। এই মুহূর্তে রণবীর কাপূর, করিনা কাপূর, কারিশ্মা কাপূরেরা সেই ধারা বহন করছেন। তা সে পেশা হোক কিংবা বিষয়-সম্পত্তি। এমনিতেই বলি তারকাদের ছেলে, মেয়েদের বাবা-মায়ের পদাঙ্ক অনুসরণ করতেই দেখা যায়। অভিনেতার ছেলে অভিনেতাই হবেন। কিংবা অভিনেত্রীর মেয়ে মায়ের দেখানো পথে হাঁটবেন— সেটাই চল। যদিও এটা নিয়ে কম বিতর্ক নেই ইন্ডাস্ট্রিতে। গত বছর নভেম্বরে কাপূর পরিবারে আলিয়ার কোল আলো করে আসে কন্যাসন্তান। রণবীর-আলিয়া মেয়ের নাম রাখেন রাহা। মায়ের পরিবারের প্রায় সকলেই হয় অভিনেতা, নয় পরিচালক। রাহার বাবার দিকের পরিবার বংশানুক্রমে অভিনয়কে পেশা করেছে। এ বার সেই ধারা ভাঙতে চান আলিয়া। বংশ পরম্পরা ফলো না করে কোন পেশা বাছবে মেয়ে তা ঠিক করে ফেলেছেন আলিয়া ভাট। ৮ মাসের মেয়ের ভবিষ্যত নিয়ে বড়সড় মন্তব্য করলেন রণবীর ঘরণী। বলিউডের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে আলিয়া নিজে। মা সোনি রাজদান অভিনেত্রী, বাবা মহেশ ভাট নামী পরিচালক। তাই ক্যারিয়ারের শুরুর দিন থেকে ‘নেপো-কিড’ কটাক্ষ শুনেই এগোতে হয়েছে তাকে। স্টারকিড হওয়ার জ্বালা হাড়ে হাড়ে জানেন অভিনেত্রী। তাই কি মেয়েকে এই পেশা থেকে দূরে রাখতে চান? এক আলোচনাসভায় নিজের স্কুলজীবনের কথা বলছিলেন আলিয়া। অভিনেত্রী বলেন, ‘স্কুলের সময়টা সেরা ছিল। আমি খুব বদমাইশ ছাত্রী ছিলাম।আমি পড়াশোনায় খুব বাজে ছিলাম না। তবে বিজ্ঞানের প্রসঙ্গ উঠতেই আলিয়া বলেন, ‘আমার বিজ্ঞান পছন্দ ছিল না। ‘কিন্তু আমার মেয়ে বড় হয়ে বিজ্ঞানী হবে। ‘আমি আমার মেয়েকে দেখলেই বলি তুমি বড় হয়ে বৈজ্ঞানিকই হবে।’
রাহাকে নিয়ে আলিয়ার এই মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায়। অনেকে হালকা ছলে নিয়েছেন আলিয়ার এই মন্তব্য। কেউ লেখেন, ‘হ্যাঁ, রাহা বড় হয়ে বিজ্ঞানীর চরিত্রে অভিনয় নিশ্চই করবে’। আবার অনেকে কটাক্ষ করে লেখেন, ‘মেয়েকে একটু দম নিতে দাও, এক বছর বয়সনি আর মা কঅরিয়ারও ঠিক করে ফেলেছে’।