‘ব্রাজিল নিয়ে আর কখনোই কথা বলব না’
সপ্তাহ দুয়েক আগেই খবর এসেছিল রিয়েল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হলেই ব্রাজিল দলের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ নিজেই জানিয়েছিলেন এই তথ্য। এর পর থেকে এই ইতালিয়ান কোচকে কাছে পেলেই বিষয়টি নিয়ে নানা প্রশ্ন করেন সাংবাদিকেরা।
প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে আনচেলত্তি বর্তমানে রিয়াল মাদ্রিদকে নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আছেন। সেখানে সাংবাদিকরা ব্রাজিল দলের কোচ হওয়ার বিষয়টি নিয়ে আনচেলত্তিকে প্রশ্ন করলে তিনি জানান, ‘ব্রাজিল নিয়ে আমি আর কখনোই কথা বলব না। আমি রিয়াল মাদ্রিদের কোচ এবং এখানেই থাকব।’
আগামী বছরের জুনে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে আনচেলত্তির চুক্তির মেয়াদ শেষ হবে আচলেত্তির। ২০২৪ সালের কোপা আমেরিকার আগে ব্রাজিল দলের দায়িত্ব নেবেন তিনি, এমন তথ্য কি তাহলে ঠিক নয়? এই প্রশ্নের উত্তরে কার্লো জানান, ‘আমি এ ব্যাপার নিয়ে আর কথা বলব না।’