পুরস্কার পাচ্ছেন টাইগ্রেসরা
ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ড্র করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ৩৫ লাখ টাকা পুরষ্কার ঘোষণা করেছে বিসিবি। যার মধ্যে নারী ক্রিকেট ইতিহাসে প্রথম সেঞ্চুরি করা ফারজানা হককে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
রোববার (২৩ জুলাই) টিম হোটেলে নারী ক্রিকেটারদের শুভেচ্ছা জানাতে এসে এই ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, ‘সাধারণত সিরিজ জিতলে আমরা বোনাস দিই। তবে এবার সিরিজ না জিতলেও প্রথম ওয়ানডে জিতেছে ভারতের বিপক্ষে। এ জন্য এবং শেষ ম্যাচে টাই করল। এ ছাড়া আমাদের সেঞ্চুরি আছে একটা, বেশ কয়েকজন মেয়ে খুব ভালো পারফর্ম করেছে। সবকিছু মিলিয়ে আমরা যেটা করেছি, শুধু ক্রিকেটারদের জন্য ২৫ লাখ টাকা, এর সঙ্গে যারা পারফর্ম করেছে, যেমন সেঞ্চুরির জন্য আলাদা ২ লাখ এবং যারা ভালো করেছে ওদের জন্য আলাদা আলাদা টাকা—এভাবে আমরা দিয়েছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।’