আর্কাইভ থেকে ক্রিকেট

বড় অপরাধের লঘু শাস্তি পেলেন ভারতীয় অধিনায়ক

ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর ম্যাচ চলাকালে আম্পায়ারের ওপর ক্ষুব্ধ হয়ে ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত করেন। এখানেই থামেননি, ম্যাচ শেষেও আম্পায়ার ও প্রতিপক্ষকে নিয়ে বাজে মন্তব্য করেন। যা সুস্পষ্টভাবে ক্রিকেটীয় আচরণবিধির পরিপন্থি।

ক্রিকেটীয় আচরণবিধি ভঙ্গ করার দায়ে ধারণা করা হচ্ছিল বড় শাস্তিই হতে পারে হারমান প্রীতর। কিন্তু তা হয়নি,আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির মাত্র ৭৫ শতাংশ জরিমানা হচ্ছে ভারতীয় অধিনায়কের। সেই সাথে নামের পাশে যুক্ত হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট।

আজ (রোববার) ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। ম্যাচ রেফারি আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হারমানপ্রীত মাঠে স্ট্যাম্প ভাঙা কাণ্ডটি আইসিসির বিধান অনুযায়ী লেভেল থ্রি’র অপরাধ। যার শাস্তি কমপক্ষে এক ম্যাচের নিষেধাজ্ঞা। কিন্তু ম্যাচ রেফারি তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন লেভেল ওয়ানের। যে কারণে শুধুমাত্র ডেমেরিট পয়েন্ট ও জরিমানা দিয়েই পার পেয়ে যাচ্ছেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটার।

 

এ সম্পর্কিত আরও পড়ুন