ভিসি পদত্যাগের দাবিতে অনশনে শাবিপ্রবির শিক্ষার্থীরা
উপাচার্য (ভিসি) পদত্যাগ দাবিতে দেওয়া আলটিমেটাম শেষে আজ অনশনে বসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল থেকে হল অব্যবস্থাপনাসহ তিন দফা দাবিতে শুরু হওয়া আন্দোলন পুলিশের হামলার পর এই অনশনে বসেছেন তারা।
অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, উপাচার্যের পদত্যাগ দাবিতে আলটিমেটাম দেওয়া হয়েছিলো। দাবি মানা হয়নি। দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত অনশন চালিয়ে যাব। দাবি মেনে নেওয়া না হলে কর্মসূচি অব্যাহত থাকবে।
গতকাল বুধবার বেলা পৌনে ৩টায় ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। তারা জানান, উপাচার্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের মামলা একই সূত্রে গাঁথা। কোনো শিক্ষার্থী পুলিশের ওপর হামলা করেনি বরং পুলিশ নিরীহ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে। পুলিশের দেওয়া মামলা আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্যে পার্থক্য একটাই-পুলিশ বলেছে শিক্ষার্থীরা গুলি করেছে আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ইট-পাটকেল নিক্ষেপ করেছে।
এদিকে গতকাল গণমাধ্যমে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, পদত্যাগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নেবেন। শিক্ষক সমিতির নেতৃত্বে শিক্ষকরা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে গেলে তারা তাদের ফিরিয়ে দেন। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা গালিগালাজ সহ্য করে আলোচনার প্রস্তাব দিয়ে যাচ্ছেন কিন্তু শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করছে। শিক্ষার্থীদের ওপর হামলার যে ঘটনা ঘটেছে তাতে আমি খুবই মর্মাহত।
তাসনিয়া রহমান