আর্কাইভ থেকে বাংলাদেশ

আইপিটিভি ও ইউটিউবে সংবাদ প্রচার বন্ধ: তথ্যমন্ত্রী

ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন (আইপিটিভি) ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে কেউ সংবাদ পরিবেশন করতে পারবে না। বললেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মলনে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

তথ্যমন্ত্রী জানান, সম্প্রচার নীতিমালা অনুযায়ী কোনো আইপিটিভি বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সংবাদ প্রচার করা যাবে না। আইপিটিভির মাধ্যমে এখনো কোনো কোনো জায়গায় সংবাদ প্রচার করা হচ্ছে। সেখানে নিয়মিত সংবাদ বুলেটিন পরিবেশন করা হয়। ইউটিউব চ্যানেলের মাধ্যমেও সংবাদ বুলেটিন প্রচার করা হচ্ছে। এটি সম্প্রচার নীতিমালার বিরোধী। জেলা প্রশাসকদের এ বিষয়ে নজর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। দেশে প্রায় ৯ কোটি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, সেটি প্রতিনিয়ত বাড়ছে। এটি প্রচারের বড় মাধ্যম হলেও অপপ্রচার বা গুজব রটানোরও ক্ষেত্রেও বড় ভূমিকা রাখছে। গত ৭-৮ বছরের পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে, দেশে যেসব দুর্ঘটনা ঘটেছে, গুজব রটেছে, রটানো হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে, তার সবগুলো সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে করানো হয়েছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন