ওমিক্রনের ১৪টি লক্ষণ, কোনটি বেশি জেনে নিন
বিশ্বজুড়ে আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি, ২০২২) পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ২৮৮ জন। মারা গেছেন ৫৫ লাখ ৮৩ হাজার ৭০৭ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭ কোটি ২৮ লাখ ৮৩ হাজার ৬০৩ জন।
গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ৬৩ হাজার ৭৩৮ জন। মারা গেছে ৮ হাজার ৮৩২ জন।
করোনা নাম দিয়ে এ ভাইরাসটি প্রথম হানা দিলেও, পর এর বিভিন্ন রূপ দেখা দিয়েছে। চিকিৎসা বিজ্ঞান করোনার বিভিন্ন রূপের নামও দিয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্ট, ওমিক্রন এই সব। এই ভাইরাসের প্রকাশও আবার বিভিন্নভাবে। করোনার ডেল্টা রূপের সংক্রমণের থেকে ওমিক্রনের সংক্রমণ একেবারেই আলাদা ধাঁচের বলে বার বার সতর্ক করছেন চিকিৎসকরা।
ধোঁয়াশার এই আবহে চিনে নিন ওমিক্রনের ১৪টি লক্ষণ। কোনটি কত বেশি দেখা যাচ্ছে, জেনে নিন তা-ও।
১. নাক দিয়ে জল পড়ার প্রবণতা দেখা যাচ্ছে ৭৩ শতাংশের
২. মাথাব্যথা থাকছে ৬৮ শতাংশ ক্ষেত্রে
৩. ক্লান্তি ছাড়ছে না প্রায় ৬৪ শতাংশ রোগীকে
৪. ৬০ শতাংশ রোগীর হাঁচি হচ্ছে
৫. গলা ব্যথাও হচ্ছে ৬০ শতাংশ ক্ষেত্রে
৬. ৪৪ শতাংশের খুব কাশি হচ্ছে
৭. তাদের ৩৬ শতাংশের গলা ভেঙে যাচ্ছে
৮. কাঁপুনি হচ্ছে ৩০ শতাংশ রোগীর
৯. জ্বর আসছে ২৯ শতাংশের
১০. মাথা ঝিমঝিম করার প্রবণতা ২৮ শতাংশের
১১. মস্তিষ্কে ধোঁয়াশার প্রবণতা আছে ২৪ শতাংশের
১২. ২৩ শতাংশের পেশীতে ব্যথা, টান ধরছে
১৩. গন্ধের অনুভূতি এ বার হারাচ্ছেন মাত্র ১৯ শতাংশ রোগী
১৪. বুকে ব্যথাও ১৯ শতাংশ রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে