থমকে যেতে পারে অর্থনীতির চাকা
হু হু করে সংক্রমণ বাড়ার হারই বলে দিচ্ছে দেশে করোনার এখন তৃতীয় ঢেউ চলছে। চিকিৎসকরা মনে করেন, ওমিক্রনের উপসর্গ মৃদু হওয়ায় বেশিরভাগ রোগী শনাক্তের বাইরে থেকে যাচ্ছেন। এ অবস্থায় ডেল্টা ও ওমিক্রণ সংক্রমনে ঝুঁকি বাড়লেও বিধিনিষেধ কার্যকরে নেই জোরালো উদ্যোগ।
স্বাস্থ্য অধিদপ্তর ও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন নিজ নিজ দায়িত্ব পালন না করলে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকা-চট্টগ্রামসহ দেশের ১২ জেলা করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছে। ওমিক্রণ ছড়িয়ে পড়েছে। তবে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বেশি।
করোনা নিয়ন্ত্রণে, ১১টি নির্দেশনার বেশিরভাগই উপক্ষিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মানতে উদাসিনতা এবং দ্রুত সংক্রমণের কারনে জনজীবন নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এবি এম আব্দুল্লাহ ।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন, সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক।পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই।
নিয়ম না মানলে আসছে, বইমেলা, স্বাধীনতা দিবস, রমজানসহ বিভিন্ন উৎসব উদযাপন বাধাগ্রস্থ করতে পারে করোনার হানা।