বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের
নারী ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত এক শুরু করলো ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে পানামে রীতিমতো বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা পেয়েছে ল্যাতিন আমেরিকার দেশটি।
সোমবার (২৪ জুলাই) অস্ট্রেলিয়ার হিন্ডমার্শ স্টেডিয়ামে নারী ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পানামার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। খেলায় আরি বোর্হেসের হ্যাটট্রিকে ৪ গোলের বিশাল জয় পেয়েছে সেলেসাওরা।
ব্রাজিলের হয়ে অপর গোলটী করেন বিয়া জানেরাত্তো। সেই গোলের অ্যাসিস্টও করেছেন বোর্হেস।
এবারের নারী বিশ্বকাপে ব্রাজিল অংশ নিচ্ছে ‘এফ’ গ্রুপ থেকে। যেখানে তাদের বাকি প্রতিপক্ষ হলো জ্যামাইকা ও ফ্রান্স। আগামী ২৯ জুলাই শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে ও ২ আগস্ট জ্যামাইকার মেয়েদের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। ম্যাচ দুইটা বাংলাদেশ সময় বিকেল ৪ টায় শুরু হবে।