আর্কাইভ থেকে জনদুর্ভোগ

অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ধর্মঘট স্থগিত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আশ্বাস ও পরবর্তীতে পুলিশের সঙ্গে আলোচনা করে ধর্মঘট প্রত্যাহার করেছে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় এ ধর্মঘট প্রত্যাহার করেন তারা।

আজ সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে মালিক সমিতির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল দেখা করেন। এ সময় তারা তাদের দাবির কথা পুলিশকে জানান। পুলিশ প্রতিনিধিদলে অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপস) মো. আতিকুল ইসলাম নেতৃত্ব দেন।

বৈঠকে মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বিভিন্ন দাবি তুলে ধরেন। পুলিশ তাদের কথা শুনে আশ্বাস দেন। নীতিমালা না হওয়া পর্যন্ত মামলা হবে না। মামলা হলেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে বলা হয়েছে। পরে পুলিশের কথায় আশ্বস্ত হয়ে তারা ধর্মঘট প্রত্যাহার করেন।

এর আগে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। এ সময় সমিতির পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়।

দীর্ঘদিন ধরে জাতীয় নীতিমালা বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ঘুরেও কোনো প্রতিকার হয়নি। জাতীয় নীতিমালার দাবিতে ৬৪ জেলায় মানববন্ধন কর্মসূচি দিয়েও কাজ হয়নি।

এএম/

 

এ সম্পর্কিত আরও পড়ুন