আর্কাইভ থেকে ফুটবল

মুখোমুখি নেইমার-রোনালদো,জাপানে ঘাম ঝরানো অনুশীলন

দীর্ঘদিন পর দলের সাথে অনুশীলনে ফিরেছেন নেইমার জুনিয়র। পুরাতন কোচ লুইস এনরিককে পেয়ে অনেকটা ফুরফুরে মেজাজেই আছেন ব্রাজিলিয়ান প্রিন্স। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে জাপানের মাটিতে নেইমার খেলতে নামবেন ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের বিপক্ষে।

ম্যাচটিকে সামনে রেখে ইতোমধ্যে জাপানে পৌঁছে গেছে দুই দলই। করছে ঘাম ঝরানো অনুশীলনও।

আগামীকাল মঙ্গলবার (২৫ জুলাই) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪ টা ২০ মিনিটে।

বিশ্বকাপের পরেই পায়ের ইনজুরিতে পড়েন নেইমার। অস্ত্রোপচার শেষে দীর্ঘ পুনর্বাসন পক্রিয়ায় গেল মৌসুমে আর মাঠেই নামা হয়নি ব্রাজিলিয়ান পোস্টার বয়ের। এদিকে আল নাসরে যোগ দিয়ে রোনালোর মৌসুমটাও একদমই ভালো কাটেনি। অর্ধ সিজন খেলে সৌদি ক্লাবটির হয়ে জেতা হয়নি কোন শিরোপা। সব শেষ প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচেও নিজ দেশের ক্লাব বেনফিকার কাছেও হতে হয়েছে বিধ্বস্ত।

রোনালদোর লড়াইটা নেইমারের পাশাপাশি কিলিয়ান এমবাপ্পের সঙ্গেও হতে পারতো। তবে পিএসজির সাথে ফরাসি স্ট্রাইকারের সম্পর্কের টানাপোড়ায় তাঁকে ছাড়াই জাপানে খেলতে এসেছে প্যারিসিয়ানরা।

এ সম্পর্কিত আরও পড়ুন