আর্কাইভ থেকে দেশজুড়ে

বন্ধুর বোনকে রক্ত দিতে গিয়ে কলেজছাত্র খুন

ফরিদপুর শহরে বন্ধুর অসুস্থ বোনকে রক্ত দিতে গিয়ে প্রান্ত মিত্র (২৩) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন।

তিনি সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স (বোটানি) তৃতীয় বর্ষের ছাত্র। তিনি রাজবাড়ীর পাচুরিয়া গ্রামের বিকাশ মিত্রের ছেলে। প্রান্তর বাবা শহরের দীপশিখা স্কুলের শিক্ষক। সেই সুবাদে দীর্ঘদিন ধরে ফরিদপুর শহরে ওয়ারলেসপাড়ায় বসবাস করছেন তারা।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে শহরের আলীপুর ব্রিজসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, গেলো সোমবার (২৪ জুলাই) দিবাগত রাত ২টার দিকে বন্ধু হৃদয় তাকে ফোন দিয়ে বলেন, তার বোনের সন্তান প্রসবে অপারেশন করতে হবে, রক্ত লাগবে। রক্ত দিতে প্রান্ত ওই সময়ই বাসা থেকে বের হন। মঙ্গলবার ভোর হতে চললেও প্রান্ত আর বাসায় না ফেরায় দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে আলীপুর ব্রিজের কাছে গিয়ে প্রান্তর মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

কোতোয়ালী থানার এসআই মো. শামিম হোসেন জানান, ভোরে আলীপুর ব্রিজসংলগ্ন এলাকা থেকে ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। তবে কারা তাকে হত্যা করেছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন