আর্কাইভ থেকে ক্রিকেট

র‍্যাংকিংয়ে বড় লাফে ফারজানা ও নাহিদার ইতিহাস

ঘরের মাঠে ভারত নারী দলের বিপক্ষে বাংলাদেশ নারী দল ৩ ম্যাচ সিরিজ ১-১ সমতায় শেষ করেছে। এই সিরিজের প্রথম বার ভারত নারী দলকে ওয়ানডে ক্রিকেটে হারানোর স্বাদ পেয়েছিল টাইগ্রেসরা। এছাড়াও সিরিজের শেষ ম্যাচে দেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম নারী সেঞ্চুরি করেছে ফারজানা হক পিংকি।

সিরিজে ভালো করার উপহার হিসেবে এবার আসিসি র‍্যাংকিংয়ে সুখবর পেলেন বাংলাদেশের দুই ক্রিকেটার। আইসিসির সবশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাংকিংয়ে ইতিহাস তৈরি করেছেন ফারজানা হক পিংকি ও নাহিদা আক্তার।

আইসিসির ওয়ানডে ব্যাটার র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ৫৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ারসেরা ১৯তম স্থানে উঠে এসেছেন পিংকি। আর প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবেই সেরা ২০-এ জায়গা করে নিয়েছেন এই ওপেনার। এর আগে, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ২৫তম অবস্থানে জায়গা করে নিয়েছিলেন ডানহাতি ব্যাটার রুমানা আহমেদ।

অন্যদিকে বোলিং র‍্যাংকিংয়ে ১৯ নম্বরে উঠে এসে ইতিহাস গড়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। নারী বোলারদের মধ্যে এটাও সেরা অবস্থান। এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে ২০ নম্বরে উঠে এসেছিলেন সালমা খাতুন।

এ সম্পর্কিত আরও পড়ুন