আর্কাইভ থেকে ক্রিকেট

মেন্টর দিয়ে কি লাভ, প্রশ্ন মাশরাফির

আচমকা অবসরের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে বৈঠকের পর আবার ক্রিকেটে ফিরে আসেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রী সাথে সেই বৈঠকে তামিমের পাশাপাশি ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বৈঠকে তামিম প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, মাশরাফিকে বিশ্বকাপে মেন্টর করতে। প্রধানমন্ত্রীও না কি তাতে রাজি হয়েছেন। তবে পরবর্তীতে বোর্ড কর্তাদের কথায় মাশরাফিকে মেন্টর করার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এবার মাশরাফির বক্তব্যেও সেই অনিশ্চয়তা আরও গারো হলো।

বুধবার (২৬ জুলাই) গণমাধ্যমের সাথে আলাপকালে মাশরাফি জানান, 'মেন্টরে কী লাভ হয়? আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, তামিম কেন চাচ্ছে। মেন্টরের কাজটা কী আমি জানি না। সেরকম পরিস্থিতি এলে তখন বলা যাবে। এখন এই মুহূর্তে আমাকে প্রশ্ন করলে, এর উত্তর নেই। এখানে আমি কী উত্তর দিব? এই মুহূর্তে আমি তো ওরকম কিছু দেখি না।'

 

এ সম্পর্কিত আরও পড়ুন