বৃহস্পতিবার রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রাখবে মালিক সমিতি
আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি। দলটির এ কর্মসূচির কারণে নাগরিকরা যেন দুর্ভোগে না পড়েন এ জন্য যান চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
এ বিষয়ে সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার গণমাধ্যমে বলেন, যান চলাচল বন্ধ থাকলে নাগরিকদের দুর্ভোগ হয়। তাই, যান চলাচল স্বাভাবিক রাখা হবে। তবে, পরিস্থিতি ঘোলাটে হলে পরে করণীয় নির্ধারণ করা হবে। বিগত সময় বিএনপি সমাবেশের নামে বহু যানবাহন ভাঙচুর ও আগুন দিয়েছে। মানুষের জানমালের ক্ষতি করেছে। এমন ধ্বংসাত্মক কাজ আর না করার আহ্বান জানান তিনি।
একই দিন (২৭ জুলাই) বিএনপির সঙ্গে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরামসহ ৩৬টি রাজনৈতিক দল ও জোট।
অন্য দিকে, বিএনপি ও সমমনা দলগুলো বিশৃঙ্খল অবস্থা তৈরি করে নগরীকে অচল করে দিতে পারে এমন আশঙ্কা করছে আওয়ামী লীগ। তাই, বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ‘শান্তি সমাবেশ’ করে দলের শক্তিমত্তা প্রদর্শন করতে চায় দলটি।
এএম/