সারাদেশে বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা
সারাদেশে বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শান্তি শোভাযাত্রা করেছে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
বুধবার (২৬ জুলাই) উপজেলার ভুলতা গাউছিয়া ঢাকা-সিলেট মহাসড়কে এ বিক্ষোভ ও শান্তি শোভাযাত্রা করা হয়। পরে শান্তি শোভাযাত্রাটি ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল মোড় থেকে বলাইখা এলাকায় গিয়ে শেষ হয়।
উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী কাউছার আহমেদের নেতৃত্বে বিক্ষোভ ও শান্তি শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, ভুলতা ইউনিয়ন যুব মহিলা লীগের সাবেক সভাপতি হামিদা, ভুলতা ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারন সম্পাদক অনন্যা বেগম, গোলাকান্দাইল ইউনিয়নের যুব মহিলা লীগের সভাপতি ফারজানা বেগম সাধারন সম্পাদক কাকলি আক্তারসহ স্থানীয় যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।