নুসরাতকে বিয়ের প্রস্তাব...
অনুরাগীরা সেলেব্রিটিদের মন জিতে নিতে কত কিছুই না করে, ফুল পাঠান, রক্ত দিয়ে চিঠি লেখেন। নানা উপহার তো থাকেই লিস্টে। তবে নুসরাত জাহানের এক অনুরাগী যা করলেন, তা দেখে হতবাক নুসরাতও!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটা ছবি পোস্ট করেছেন নুসরত। যার ক্যাপশনে নুসরাত লিখলেন, ‘জীবনের সব ব্যথাকে শক্তিতে পরিণত কর।’ নুসরাতের এই পোস্ট দেখে হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। অনেকেই পোস্টের নিচে নুসরাতকে উদ্দেশ্য করে লিখেছেন, হঠাৎ কী হল, কোন ব্যথার কথা বলছেন? তবে এসব মন্তব্যের বাইরে চোখ গেল নুসরতের এক অনুরাগীর মন্তব্যের উপর। যেখানে অনুরাগী সরাসরি নুসরতকে প্রেম নিবেদন করলেন। তবে শুধু প্রেমই নয়, নুসরতকে লিখলেন, বিয়ে করবেন আমাকে?

প্রসঙ্গত, প্রযোজনা সংস্থা খুলেছেন যশ -নুসরত। সম্ভবত ছেলে ঈশানের নামেই প্রযোজনা সংস্থার নামকরণ করেছেন- YD Films Social। আর নতুন ইনিংসের শুরুতেই অনুরাগীদের চমকে দিয়ে ছবির ঘোষণা করলেন তারকা দম্পতি।
সিনেমার নাম ‘মেন্টাল’। মুখ্য ভূমিকায় স্বামী-স্ত্রী যশ-নুসরত। যশকে এই ছবিতে দেখা যাবে এক পুলিশের ভূমিকায় । প্রযোজক-অভিনেতার ভাষায় বলতে হলে, “স্বভাবে নম্র হলেও মনের দিক থেকে অভিমানি। তবে শয়তানদের জন্য তিনি মেন্টাল।”
অপরাধী দমন করতে পুলিশের ভূমিকায় যশ কীরকম চমক দেন? সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা। এদিকে নিজের প্রযোজিত প্রথম ছবির নায়িকা নুসরত জাহান। ‘মেন্টাল’-এর মোশন পোস্টার রিলিজ করে যশ আরও এক সারপ্রাইজ দিলেন ভক্তদের। মুম্বাইবাসী বঙ্গকন্যা ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী সায়ন্তনী ঘোষকেও দেখা যাবে এই ছবিতে। পরিচালনায় বাবা যাদব। যশ-নুসরতকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।