আর্কাইভ থেকে ক্রিকেট

পরিবর্তনের সম্ভাবনা ভারত বিশ্বকাপের সূচি

চলতি বছর অক্টোবরে ভারতে মাটিতে বসতে যাচ্ছে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর ওয়ানডে বিশ্বকাপের। আসরটিকে সামনে রেখে গত জুনের শেষ সপ্তাহে বিশ্বকাপের প্রায় ১০০ দিন আগে সূচি প্রকাশিত হয়েছিল। তবে এবার সেই সূচিতে পরিবর্তন আসতে পারে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দিল্লিতে সভা শেষে এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ।

জয় জানান, ‘সূচিতে কিছু পরিবর্তন আসর সম্ভাবনা রয়েছে। কয়েকটি পূর্ণ সদস্য দুই-তিনটি তারিখ পরিবর্তনের জন্য লিখিত অনুরোধ করেছে। আমরা আইসিসির সঙ্গে আলোচনা করছি। দুই থেকে তিন দিনের মাঝেই সবকিছু পরিষ্কার করা হবে।’

তবে সূচি পরিবর্তনের জন্য নিরাপত্তাজনিত কোনো বিষয়ের কথা বলেননি জয় শাহ। এতদিন শুধু ভারত ও পাকিস্তানের ম্যাচে পরিবর্তনে গুঞ্জন থাকলেও এবার তিনি বলছেন, বেশ কিছু ম্যাচের সূচিতে পরিবর্তনের সম্ভাবনার কথা। তবে সেটা ভারত ও পাকিস্তানের মধ্যকার কিনা, তা-ও পরিষ্কার করেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম এই নীতিনির্ধারক।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন