সৌদি ফুটবলে অভিষেকেই দুর্দান্ত গোল বেনজেমার
রিয়াল মাদ্রিদে থাকতে বাঁ প্রান্ত দিয়ে বক্সের কোনার সামনে থেকে বাঁকানো শটে অনেক গোল করেছেন করিম বেনজেমা। সৌদি ফুটবলে অভিষেক ম্যাচেই আল ইত্তিহাদের হয়ে সেই বেনজেমারই দেখা মিললো। দ্যুতিময় সেই গোলেই জিতেছে আল ইত্তিহাদ।
Benzema stunner in his Al-Ittihad debut 🔥
Classic 👑
(via @ittihad_en)pic.twitter.com/BT3JeNrc8P
— B/R Football (@brfootball) July 27, 2023
গতকাল আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের গ্রুপপর্বে তিউনিসিয়ার ক্লাব ইএস তিউনিসের বিপক্ষে মাঠে নেমেছিল ইত্তিহাদ। খেলার ২৬ মিনিটেই পিছিয়ে পরে ইত্তিহাদ। এরপর দলের দায়িত্ব বেনজেমা যেন একার কাঁধে তুলে নিয়েছিলেন।
৩৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে দেওয়া ক্রসে হামাদুল্লাহকে দিয়ে গোল করিয়েছেন। তাঁর ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন আল ইত্তিহাদের এই স্ট্রাইকার।
এরপর ৫৫ মিনিটে ধরা দিয়েছে সেই মাহেন্দ্রক্ষণ,যখন বেনজেমার গোলটি দেখে বুঝে নেওয়া যায় ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকারকে কেন মৌসুম প্রতি প্রায় ৮ কোটি ৬০ লাখ পাউন্ড বেতনে দলে ভিড়িয়েছে সৌদি ক্লাবটি।