আর্কাইভ থেকে ক্রিকেট

এবার বিসিসিআইয়ের জেরার মুখে হারমানপ্রীত

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আউট হওয়ার পর ষ্ট্যাম্প ভাঙ্গা ও ম্যাচ শেষ সরাসরি আম্পায়ারের সমালোচনা সহ নানা আচরণে তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর।

এমন আচরণের প্রেক্ষিতে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) থেকে দুই ম্যাচে নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে এতেই পার পাচ্ছেন না হারমানপ্রীত, এবার পড়তে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) জেরার মুখেও।

সাধারণত ভারত তাদের কোনো ক্রিকেটার নিষেধাজ্ঞার মুখে পড়লে সেটার বিরুদ্ধে আপিল করে বোর্ড। কিন্তু হারমানপ্রীতের নিষেধাজ্ঞার বিষয়ে আইসিসির কাছে আপিল না করে  উল্টো তাকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, ‘বাংলাদেশ সফরে তৃতীয় ওয়ানডে চলাকালীন সময় হারমানপ্রীত কী কারণে ক্ষোভে ফেটে পড়েছিলেন সেই বিষয়ে তাকে রজার বিনি ও ভিভিএস লক্ষ্মণের প্রশ্নের সম্মুখীন হতে হবে।’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন