জাপানিজ লিগের ক্লাবের বিপক্ষে হারলো পিএসজি
এশিয়ান ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এসে নাস্তানাবুদ হচ্ছে পিএসজি। প্রথমে সৌদি ক্লাব আল নাসরের বিপক্ষে গোল শূন্য ড্র করার পর জাপানিজ জে লিগের ক্লাব সেরেজো ওসাকার বিপক্ষে হারলো ফরাসি চ্যাম্পিয়নরা। জাপানের মাটিতে সেরেজো ওসাকার বিপক্ষে ৩-২ গোলে পরাজয় বরণ করেছে প্যারিসিয়ানরা।
কিছুদিন আগেও তারকায় পরিপূর্ণ ক্লাব পিএসজি হঠাৎ করেই হয়ে পড়েছে তারকা বিহীন। মেসির ক্লাব ছেড়ে চলা যাওয়ার পর এমবাপ্পের সাথে সম্পর্কের টানা-পোড়ায় শুধু নেইমারকে নিয়েই এশিয়ার সফরে এসেছিল ফরাসি চ্যাম্পিয়নরা। তবে ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফেরা ব্রাজিলিয়ান পোস্টার বয়কে বিজ্ঞাপন বানিয়েই যেন খেলতে এসেছে পিএসজি। দুই ম্যাচেই স্কোয়াডে থাকলেও মাঠে নামাননি লুইস এনরিকে।
শুক্রবার (২৮ জুলাই) প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে জাপানের নাগাই স্টেডিয়ামে শুরুতেই অবশ্য এগিয়ে গিয়েছিল পিএসজি। মাত্র ১৭ মিনিটেই হুগো একিতিকে লিড এনে দেন। তবে তাঁর পাঁচ মিনিট পরেই জর্ডি ক্রাক্স সমতায় ফেরায় সেরেজো ওসাকারকে।
সমতায় থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের শুরুতে আবার এগিয়ে যায় পিএসজি। তবে এরপরে আবারও দুই গোল পিএসজির জালে পাঠিয়ে দেয় সেরেজো ওসাকা। ফলে ৩-২ গোলের হার নিয়ে মাঠ ত্যাগ করতে হয় ফরাসি ক্লাবটির।