নাটক সাজিয়ে ডাকাতি, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীর জুবিলী রোড এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে মারধর করে ৯ লাখ ৮০ হাজার টাকা ডাকাতির ঘটনায় জড়িত মো. মুসলিম উদ্দিন (২৮) নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ জুলাই) ভোররাতে চট্টগ্রামের লোহাগাড়া থানার আমিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে লুণ্ঠিত ২০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার মুসলিম উদ্দিন আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোয়াং গ্রামের মৃত মোস্তাক আহমদের ছেলে। সে ওই ঘটনার মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এর আগে আরও ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গেলো ৯ জুলাই দুপুর ১২টার দিকে রিয়াজ উদ্দিন বাজারের নুর এন্টারপ্রাইজ নামের মোবাইল বিক্রির প্রতিষ্ঠানটির বিপণন প্রতিনিধি মোরশেদ আলম ও সহকারী ম্যানেজার ত্রিদিব বড়ুয়া প্রতিষ্ঠানের ৯ লাখ ২০ হাজার টাকা জুবিলী রোডের একটি ব্যাংকে জমা দিতে যান। এরমধ্যে সোয়া ১২টার দিকে জুবিলী রোডের রয়েল টাওয়ারের সামনে ৭-৮ জন মিলে তাদের মারধর করে রক্তাক্ত করে ও ধারালো ছোরার ভয় দেখিয়ে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নুর এন্টারপ্রাইজের মালিক নুর মো. ইয়াছিন কবির বাদী হয়ে ওই দিনই কোতোয়ালী থানায় ডাকাতির অভিযোগে মামলা দায়ের করে।
মামলার পর পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে আসামি সাহেদ হোসেন মনাকে শনাক্ত করে। ১০ জুলাই বেলা ২টা ৫৫ মিনিটের দিকে বায়েজিদ বোস্তামী থানার রউফাবাদ এলাকায় অভিযান চালিয়ে সাহেদ হোসেন মনাকে গ্রেপ্তার করে। এসময় জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মনা ঘটনার কথা স্বীকার করে এবং জড়িত অন্যদের বিষয়েও তথ্য দেয়। মনার কাছ থেকে সেসময় ৪০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। পরবর্তী সময়ে সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে সদরঘাট থানার মাদারবাড়ী রাবেয়া ওয়ার্কশপের সামনে থেকে আসামি একরামকে গ্রেপ্তার করে পুলিশ।
এসময় তার স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে হোটেল প্যারামাউন্টের একটি কক্ষ থেকে লুণ্ঠিত টাকার মধ্যে ৬ লাখ ৭০ টাকা উদ্ধার করে পুলিশ। পরবর্তী সময়ে ১১ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে কর্ণফুলী থানার চরলক্ষ্যা সৈন্যেরটেক এলাকা থেকে আরেক আসামি ইয়াছিন সাব্বির ও রবিউল ইভুকে গ্রেপ্তার করে পুলিশ। তারা বর্তমানে কারাগারে রয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, গেলো ৯ জুলাই জুবিলী রোডে মারামারির ঘটনা সাজিয়ে একটি প্রতিষ্ঠানের ৯ লাখ ৮০ হাজার টাকা ডাকাতির ঘটনায় মুসলিম নামের আরেক আসামিকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। মুসলিম ওই প্রতিষ্ঠানের পুরোনো কর্মচারি। সেই প্রতিষ্ঠানের টাকা আনা নেয়ার বিষয়গুলো আগে থেকে জানতো। সে ওই ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী। তাকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।