বিএনপির সঙ্গে সংঘর্ষে ৫-৬ পুলিশ আহত
রাজধানীর বেশ কয়েকটি প্রবেশ মুখে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পাশাপাশি বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এতে ৫-৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার (২৯ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন পুলিশ সদস্যদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ককটেল বিস্ফোরণ ও বিএনপি নেতাকর্মীদের হামলায় এখন পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের পাঁচ থেকে ছয় জন সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এলে প্রকৃত সংখ্যা বলা যাবে।
রাজধানীতে চলা বর্তমান সংঘর্ষের ঘটনায় বিএনপির কতজন নেতাকর্মীকে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে আটকের প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না। বিস্তারিত তথ্য এলে এ বিষয়ে পরে বলা যাবে।
এদিকে ধোলাইখালের সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ সদস্য এসআই নাহিদুল ইসলাম। তিনি জানান, গলির ভেতর থেকে ৩০/৪০ জন এসে তাকে আঘাত করে। তার মাথা ফেটে গেছে।
এছাড়া সংঘর্ষস্থল থেকে বিএনপির বেশ কয়েকজন নেতাকে আটক করার অভিযোগ করা হয়েছে দলটির পক্ষ থেকে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিএনপির এই কর্মসূচিকে অনুমতি দেয়নি। ফলে সকাল থেকে ঢাকার প্রবেশ মুখে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। পুলিশের এই সদস্যদের সঙ্গে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করা বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।