চুলের যত্ন নেওয়ার ৭ টিপস
একজন নারীর পরিপূর্ণ সৌন্দর্য প্রকাশ পায় তার ঘন কালো লম্বা চুলে। আর তাই চুল ভালো রাখতে নিয়মিত যত্ন নেয়া উচিত। তবে তার জন্যে অতিরিক্ত টাকা খরচ করে দামি প্রোডাক্ট মাখার কোনও প্রয়োজন নেই। বরং কয়েকটি সঠিক নিয়ম মেনে চুলের যত্ন নিলেই হবে। এমনই ৭ হেয়ার কেয়ার টিপস রইল আপনাদের জন্যে-
ঘন ঘন চুল আঁচড়াবেন না
চুল জটমুক্ত এবং পরিপাটি রাখা প্রয়োজন। তাই বলে ঘন ঘন চুল আঁচড়ানোর কোনও দরকার নেই। এতে আপনার চুলের ক্ষতির আশঙ্কাই বাড়ে। দিনে দুই থেকে তিনবার ঘন ঘন চুল আঁচড়াবেন না।
ভিজে চুলে চিরুনি নয়
ভিজে অবস্থায় চুল আঁচড়াবেন না। এই সময়ে চুলের গোড়া দুর্বল থাকে। তাই সামান্য টানেই গোড়া থেকে উঠে আসতে পারে।
স্ক্যাল্প পরিষ্কার রাখুন
চুলের সুস্বাস্থ্য ধরে রাখতে স্ক্যাল্পও পরিষ্কার রাখা প্রয়োজন। আপনাকেও সেদিকে খেয়াল রাখতে হবে। তাই একদিন অন্তর একদিন শ্যাম্পু করতে ভুলবেন না।
কন্ডিশনিং করুন
শ্যাম্পু করার পরে চুলে কন্ডিশনার লাগিয়ে নিন। এটি আপনার চুলে একটি সুরক্ষা স্তর তৈরি করবে। চুল ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করবে।
স্ক্যাল্প মাসাজ করুন
নিয়মিত স্ক্যাল্প মালিশ করা জরুরি। এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়বে। হেয়ার ফলিকলে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাবে। চুলের বৃদ্ধি হবে দেখার মতো।
সপ্তাহে একদিন হেয়ার মাস্ক
চুলের প্রয়োজন পুষ্টি, তাই সপ্তাহে একটা দিন ঘরোয়া হেয়ার মাস্কের সাহায্যে চুলের যত্ন নিন। হেয়ার প্যাক লাগানোর পরে ১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে নিন।
এছাড়া বুঝেশুনে হেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন। হিট স্টাইলিং কম করুন। নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করুন।