কোন দেশে নির্বাচনকালে নির্বাচিত সরকার পদত্যাগ করে না : রেলপথ মন্ত্রী
কোন দেশে নির্বাচনকালে নির্বাচিত সরকার পদত্যাগ করেনা। এটা সংবিধান পরিপন্থি। জনগণ দেশের মালিক,জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। বললেন রেলপথ মন্ত্রী মো.নূরুল ইসলাম সুজন এমপি।
আজ শনিবার (২৯ জুলাই) পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘীতে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার গরিব মানুষের ভাগ্য পরিবর্তরন সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর আওয়তায় নিয়ে এসে নানা সুবিধা প্রদান,অবকাঠামো উন্নয়ন,কৃষি ও শিক্ষায় সহায়তা ছাড়াও ডিজিটাল বাংলাদেশ গড়ে দেশকে উন্নয়নের উচ্চ শিকড়ে উপনিত করেছে।
তিনি আরও বলেন, মুক্তি যুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে খুদা মুক্ত,দারিদ্র মুক্ত,উন্নয়শীল দেশ গড়তে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নকিবুল হাবিব বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যানের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা,সাধারণ সম্পাদক ফারুক আলম টবি ও উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল জব্বার বক্তব্য রাখেন। সভায় আওয়ামী লীগসহ অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।