এল ক্লাসিকোয় বার্সার কাছে উড়ে গেল রিয়াল
যদিও প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ। তবে রিয়াল বার্সার এল ক্লাসিকোর লড়াই ফুটবল বিশ্বের উত্তাপ ছড়াবেই। ফুটবলপ্রেমীদেরও আবেদনের শীর্ষে থাকে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ। প্রতি বছরের মতো এবারেও নতুন মৌসুম শুরু আগে মুখোমুখি হলো দুই স্প্যানিশ জায়ান্ট। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হতে হলো রিয়াল মাদ্রিদকে।
যুক্তরাষ্ট্রের আরলিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে ম্যাচের শুরতেই এগিয়ে যায় কাতালানরা। ১৫ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন উসমান দেম্বেলে। পিছিয়ে পড়া রিয়াল আক্রমণের গতি বাড়াতে থাকে। মিনিট পাচেক পর সুযোগও পেয়েছিল রিয়াল। তবে পেনাল্টি কিক মিস করে বসেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর আরও বেশ কিছু শট নিয়েছিল রিয়াল। তবে তা লক্ষ্যভেদ হয়নি। উলটো ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ডি বক্সের বাইরে থেকে দ্বিতীয় গোল এনে দেন ফারমিন লোপেজ। ২-০ ব্যবধানে খেলা শেষ হতে পারতো। তবে দিনটা ছিলই ক্যাম্প ন্যুয়ের ক্লাবটির। যোগ করা অতিরিক্ত সময়ে ব্যবধান আরও বড় করেন ফেরান তোরেস।