ক্রিকেটকে বিদায় জানালেন স্টুয়ার্ট ব্রড
ইংলিশ তারকা পেসার স্টুয়ার্ট ব্রড পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। অ্যাসেজে ওভাল টেস্টটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ব্রড তার অবসরের ঘোষণা দেন।
অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সময় স্কাই স্পোর্টসকে ব্রড জানান, ‘নটিংহ্যামশায়ার থেকে ইংল্যান্ড জাতীয় দলের জার্নিটা বেশ মধুর ছিলো। আমি শেষ সময়টা পর্যন্ত ক্রিকেটকে উপভোগ করেছি। এটা (চলতি অ্যাশেজ) দুর্দান্ত একটি সিরিজ ছিল, এর অংশ হতে পারাটা সত্যিই দুর্দান্ত। আমার মনে হয় চলতি সিরিজটি আমার ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম উপভোগ্য সিরিজ হিসেবে থাকবে।’
আন্তর্জাতিক ক্রিকেটে ব্রডের অভিষেক হয় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির মধ্য দিয়ে ২০০৬ সালের আগস্টে। সেই থেকে ইংল্যান্ড দলকে তিনি তিন ফরম্যাটেই সার্ভিস দিয়েছেন দীর্ঘ ১৭টি বছর।
প্রায় দুই দশকের ক্রিকেট ক্যারিয়ারে ব্রড ইংল্যান্ডের জার্সি গায়ে ১৬৬টি টেস্ট, ১২১ ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন। মোটের ওপর হিসেবটা দাঁড়ায় ইংল্যান্ডের হয়ে তিনি খেলছেন ৩৪৩ ম্যাচ।
লম্বা ক্যারিয়ারে বল হাতে ব্রড বেশি বিধ্বংসী ছিলেন টেস্টে। ১৬৬ টেস্ট খেলে তিনি ঝুলিতে পুরেছেন ৬০০ উইকেট। যেখানে তার এক ইনিংসে সেরা বোলিং ফিগার ১৫ রানের খরচায় ৮ উইকেট। আর ম্যাচসেরা পারফরম্যান্স তার ১২১ রানের বিনিময়ে ১১ উইকেট।