নরসিংদীতে ২৪ ঘন্টায় আরও ২৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত
নরসিংদীতে গেলো ২৪ ঘন্টায় আরও ২৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে বর্তমানে হাসপাতালে মোট ভর্তিকৃত ডেঙ্গুরোগীর সংখ্যা ৬৪ জনে দাড়িয়েছে।
আজ সোমবার (৩১ জুলাই) সকালে নরসিংদীর সিভিল সার্জন মোঃ নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, গেলো ২৪ ঘন্টায় জেলায় সরকারি হাসপাতালে ২৮ জন ও বেসরকারি হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে গেলো ২৪ ঘন্টায় ছাড় পেয়েছেন ২৭ জন। বর্তমানে ভর্তিকৃত মোট ৬৪ জনের মধ্যে ১০০ শয্যা জেলা হাসপাতালে ৩৬ জন, জেলা সদর হাসপাতালে ১৯ জন, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন,পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন চিকিৎসাধীন।
তিনি আরও জানান, প্রতিদিন ডেঙ্গুজ্বর ও উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য ভীড় বাড়ছে হাসপাতালগুলোতে।
চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় মোট ৩৪৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলেও জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১ জন।