হাথুরুসিংহের দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ!
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ৩২ ক্রিকেটার নিয়ে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। এই দল থেকে ফিটনেস পরীক্ষার পর ২০-২২ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখান থেকেই বাচাই করা হবে এশিয়া কাপের চূড়ান্ত দল।
সেই ক্যাম্পে ডাক পেয়েছেন আলোচিত মাহমদউল্লাহ রিয়াদ। তবে ফিটনেস ক্যাম্পে রিয়াদ থাকলেও এশিয়া কাপের চূড়ান্ত দলে রিয়াদ থাকবেন কি না সে নিয়ে রয়েছে ধোঁয়াশা। বোর্ডের অনেকে রিয়াদকে চাইলেও টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে না কি চান এই অভিজ্ঞ ব্যাটারকে।
একটি গণমাধ্যমের তথ্য মতে, স্কিল ক্যাম্পের জন্য কোচের দেওয়া ২০ জনের তালিকায় নাম নেই রিয়াদের। জাতীয় দল নির্বাচকরাও মিডলঅর্ডার এ ব্যাটারকে নিয়ে কিছু বলেনি। ফলে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য ২০ জনের একটি পুল তৈরি করা নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
দলের সাত নম্বরে লঙ্কান কোচের তালিকায় রয়েছেন আফিফ হোসেন, শেখ মেহেদী, শামীম হোসেন পাটোয়ারি ও সৌম্য সরকাররা। তবে শেষ পর্যন্ত কে ডাক পাবে সেটা জানা যাবে আগামী মাসের ৫ অথবা ৬ আগস্ট।