আর্কাইভ থেকে ক্রিকেট

লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরলেন তামিম

কোমরের ব্যথার চিকিৎসার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন তামিম ইকবাল। সেখানে অস্ত্রোপচারের কথা থাকলেও দ্রুত সুস্থ হওয়ার জন্য ডিস্কে সবমিলিয়ে ৫টি ইনজেকশন নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের এই অধিনায়ক।

কোমরের চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন তামিম। সোমবার (৩১ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন টাইগার ওপেনার। তবে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হননি তামিম। বিমানবন্দর থেকে বের হয়ে সোজা নিজ বাসার গন্তব্যে চলে গেছেন তিনি।

দেশে ফিরে আগামী এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকবেন বাংলাদেশের সর্বকালের সেরা এই ওপেনার। পরের এক সপ্তাহ একটু একটু করে ফিটনেস এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। এই কাজটা হ্যামন্ডের পরামর্শমতো করে দেবেন বিসিবির চিকিৎসক ও ফিজিও–ট্রেনাররা।

তামিম যদি বিশ্রাম এবং বিশ্রাম–পরবর্তী কয়েকদিনের দিন ব্যথামুক্ত থেকে পার করতে পারেন, তাহলে আশা করা যায়, আগামী ১২ থেকে ১৪ দিন পর তিনি পুরোপুরি অনুশীলনে ফিরতে পারবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন