আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বে করোনায় নতুন ২০ লাখ আক্রান্ত

করোনার নতুন রূপ ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। বিশ্বে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ হাজার ৯২০ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে ২০ লাখ ৩২ হাজার ৭৪১ জন। 

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। 

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৯২০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ লাখ ২২ হাজার ৪৬ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩২ হাজার ৭৪১ জন।  এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ২৯৬ জনে। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৮১ জন এবং মারা গেছেন ৩৯৩ জন। যুক্তরাষ্ট্র আক্রান্ত ৪ লাখ ৫৬ হাজার ৪৬০ জন এবং মৃত্যু ১ হাজার ১৯১ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৫৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৬৫ হাজার ১০৯ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৭৮৮ হাজার ৪৪৭ জন এবং মৃত্যু ৫৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৬৯৬ জন এবং মারা গেছেন ৩৫২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯৬২ জন এবং মারা গেছেন ১৬১ জন। ব্রাজিলে মারা গেছেন ২৬৭ জন এবং সংক্রমিত হয়েছেন ৯০ হাজার ৫০৯ জন।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন