দ্বিতীয় ম্যাচে বরিশালের মুখোমুখি কুমিল্লা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
টস হেরে ব্যাট করছে ভিক্টোরিয়ান্স। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে খেলা।
অষ্টম আসরে এটি বরিশালের তৃতীয় ম্যাচ হলে কুমিল্লার দ্বিতীয় ম্যাচ। উদ্বোধনী ম্যাচে বরিশাল চট্টগ্রামকে ৪ উইকেটে জয় তুলে নেয়। কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা ঢাকার কাছে ৪ উইকেটে পরাজিত হয়। অন্যদিকে কুমিল্লা তাদের একমাত্র ম্যাচটি খেলে সিলেটের বিপক্ষে যেখানে তারা শ্বাসরুদ্ধ ম্যাচে ২ উইকেটে জয় তুলে নেয়।
ফরচুন বরিশাল একাদশ :
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসাইন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ক্রিস গেইল, ডুয়াইনব ব্র্যাভো, নুরুল হাসান সোহান, জিয়াউর রহমান, জ্যাকব লিনটট, নাইম হাসান ও তাইজুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ :
ইমরুল কায়েস (অধিনায়ক), ফাফ ডু প্লেসিস, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, মাহিদুল অঙ্কন, মো. শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, ক্যামেরুন ডেলপোর্ট ও করিম জানাত।
হাসিব মোহাম্মদ