আর্কাইভ থেকে এশিয়া

২৬ বছরেও ডাক্তারি পাস করতে পারেননি ৪ শিক্ষার্থী

২৬ বছর ধরে একই কলেজে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন চার শিক্ষার্থী। কিন্তু এতো বছর পরেও প্রথম সেমস্টার পাস করতে না পারায় এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন কলেজ কর্তৃপক্ষ। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের।

লখনউয়ের কিংস জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে ডাক্তারি নিয়ে পড়েন ওই চার জন। তাদের মধ্যে কেউ ১৯৯৭ সাল থেকে ডাক্তারি পড়ছেন, কেউ ১৯৯৯ সাল। বাকি দু’জন ২০০১ এবং ২০০৬ সাল থেকে ওই মেডিক্যাল কলেজে পড়ছেন। কলেজ কর্তৃপক্ষের দাবি, এই চার শিক্ষার্থীকে একাধিক বার সুযোগ দেয়া হয়েছে। কিন্তু তারা প্রতি বারই পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। তাই এবার আর সুযোগ দিতে চাইছে না কলেজ।

কলেজের এগজ়িকিউটিভ কাউন্সিল জানিয়েছে, ওই চার শিক্ষার্থীকে কলেজ আর কোনও রকম ছাড় দিতে চায় না। তাই ওই চার জনকে কলেজে আর নতুন করে ভর্তিও নেয়া হবে না।

কলেজ কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, কমজোরি ওই পড়ুয়াদের বিশেষ ক্লাসও করানো হয়েছে। শুধু তাই-ই নয়, পরীক্ষার ক্ষেত্রেও ছাড় দেয়া হয়েছে। কিন্তু তার পরেও পাস করতে পারেননি তারা।

কলেজের মুখপাত্র অধ্যাপক সুধীর সিংহ বলেন, “এখন থেকে ওই চার পড়ুয়ার ভর্তি প্রক্রিয়া বাতিল করা হল। কারণ দীর্ঘ বছর ধরে পড়ানোশানা করেও পরীক্ষায় পাশ করতে পারেনননি তারা।”

গত ১০ বছর ধরে খুব খারাপ ফল করছেন এমন ৩৭ জন পড়ুয়াকে চিহ্নিত করেছেন করেছেন কর্তৃপক্ষ। ডাক্তারি পড়া শেষ করার জন্য নির্দিষ্ট কোনও সময় নেই ওই কলেজে। কিন্তু কিছু পড়ুয়া ২৬ বছর ধরে অকৃতকার্য হয়েই চলেছেন। তাই জাতীয় মেডিক্যাল কমিশনের ২০২ সালের নিয়ম অনুযায়ী ওই ছাত্রদের ভর্তি প্রক্রিয়া বাতিল করা হল বলে জানিয়েছেন অধ্যাপক সুধীর।

এ সম্পর্কিত আরও পড়ুন