জয়হীন থেকেই বিশ্বকাপ থেকে বিদায় আর্জেন্টিনার
জয়হীন থেকেই নারী বিশ্বকাপ মিশন শেষ করলো আর্জেন্টিনা। এর আগেও তিনবার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল মেসির দেশের মেয়েরা। কিন্তু কোনোবারই পায়নি জয়ের দেখা। এবারেও ভাগ্যবদল হয়নি লা আলবিসেলেস্তেদের।
ইতালির কাছে হার এবং অপেক্ষাকৃত দুর্বল দক্ষিণ আফ্রিকা কাছে ড্র করার পর বুধবার নিজেদের শেষ ম্যাচে সুইডেনের কাছেও ২-০ গোলে হেরে জয়শূন্য থেকেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তারা।
নকআউট পর্বে যেতে সুইডেনের সাথে ম্যাচে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টাইন মেয়েদের। কিন্তু জয় দূরের কথা, প্রতিপক্ষের গোলমুখেও জোরালো কোনো আক্রমণই করা হয়নি তাদের।
বিপরীতে ম্যাচে ৬২ মিনিটে রেবেকা ব্লুমভিস্ট আর শেষদিকে এসে এলিন রুবেনসেনের গোলে লজ্জা নিয়েই বিদায় নিতে হলো আর্জেন্টিনাকে।