বিশ্বকাপ অধরাই থেকে গেল কিংবদন্তি মার্তার
বিশ্বকাপে নিজের স্বপ্নটা অধরা থেকে গেল ব্রাজিলের কিংবদন্তি মার্তার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে ব্রাজিল। ২০০৭ সালে রানার্সআপ হওয়াটাই বিশ্বকাপে তাই মার্তার সেরা অর্জন হয়ে থাকল।
গ্রুপ পর্ব টপকাতে হলে জয়ের বিকল্প ছিল না ব্রাজিলের। বুধবার বাঁচামরার ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিলের মেয়েরা। একের পর এক আক্রমণে জ্যামাইকার রক্ষণকে প্রতি মুহূর্তে কাঁপালে মেলেনি গোলের দেখা।
তাই নিজেরা সুযোগ তৈরি বদলে ব্রাজিলের আক্রমণের সামনে ‘বাস পার্কিং’ কৌশল গ্রহণ করে তারা। এদিন প্রথমার্ধ শেষে ৭৬ শতাংশ বলের দখল রেখে ১১টি শট নিয়ে ৬টিই লক্ষ্যে রাখে ব্রাজিল। বিপরীতে ব্রাজিলের পোস্ট লক্ষ্য করে কোনো শটই নিতে পারেনি জ্যামাইকা।
দ্বিতীয়ার্ধেও এ চিত্র বদলায়নি। আক্রমণের পর আক্রমণে নাভিশ্বাস ওঠেছে জ্যামাইকার। কিন্তু এরপরও জালে বল ঢুকতে দেয়নি তারা। ম্যাচ শেষ হওয়ার ৯ মিনিট আগে ব্রাজিল তুলে নেয় সর্বকালের অন্যতম সেরা নারী ফুটবলারদের একজন মার্তাকে। এ সময় একই সঙ্গে তিনটি পরিবর্তন আনে, কিন্তু কোনো কিছুই কাজে আসেনি। বিশ্বকাপ–যাত্রাটা শেষ হলো শূন্য হাতেই।