১৫ আগস্ট মঞ্চায়িত হবে ‘নেতা যে রাতে নিহত হলেন’
১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ঘাতকের হাতে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার। বছর ঘুরে আবারো এসেছে বাঙালি জাতির শোকাবহ মাস ‘আগস্ট’।
আগামী ১৫ আগস্ট সেই শোককে শক্তিতে পরিণত করতেই ‘এথিক’ সংগঠনের প্রযোজনায় মঞ্চায়িত হবে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের আলোচিত গল্প ‘নেতা যে রাতে নিহত হলেন’।
নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় রয়েছেন রেজানুর রহমান।
এ প্রসঙ্গে রেজানুর রহমান জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়নের আয়োজন করা হয়েছে।
রেজানুর রহমান আরো বলেন, ইমদাদুল হক মিলনের এক অবিস্মরণীয় গল্প এটি। এখন পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমন গল্প বাংলা ভাষায় আর কেউ লেখেননি। একজন মহান নেতাকে দেশের অতি সামান্য এক মানুষ কতটা হৃদয় দিয়ে ভালোবাসতে পারে, মূলত সেটাই এই গল্পে প্রকাশ পেয়েছে।