ফুটবলকে বিদায় জানালেন ‘চিরসবুজ’ বুফন
৩০ থেকে ৩৫ বছরের মধ্যেই অধিকাংশ ফুটবলার তুলে রাখে বুট জোড়া। সর্বোচ্চ যদি খুব বেশি হয় তাহলে সেটি ৪০ পর্যন্ত টানে কেউ কেউ। কিন্তু ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফন তো রীতিমতো ছাড়িয়ে গিয়েছেন সবকিছুই।
৪৫ বছর বয়সের দাপিয়ে বেড়িয়েছেন ‘চিরসবুজ’ এই গোলরক্ষক। তবে আর নয়! অবশেষে গ্লাভসজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন কিংবদন্তি এই গোলরক্ষক।
বুধবার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ২৮ বছরের ফুটবল ক্যারিয়ারের পরিসমাপ্তির ঘোষণা দেন বুফন।
১৯৯৫ সালে পারমার সঙ্গে চুক্তি করে প্রথম সারির ফুটবল ক্যারিয়ার শুরু করেন বুফন। ২০০১ পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। এরপর ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত জুভেন্টাসের জার্সি গায়ে মাতিয়েছেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে খেলেন পিএসজিতে। এরপর ২০১৯ মৌসুমে ফেরেন জুভেন্টাসে। যদিও বেশিরভাগ ম্যাচেই তাকে বসে থাকতে হয়েছিল সাইড বেঞ্চে।
২০২১ সালের তিনি সিদ্ধান্ত নেন ফের ফিরবেন পারমায়। সেখান থেকেই ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন কিংবদন্তি এই গোলরক্ষক। অবসরের সময় তার সঙ্গী ২০০৬ বিশ্বকাপ জেতার সুখস্মৃতি। সেই সঙ্গে আক্ষেপ হিসেবে তিনি নিয়ে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগ ছুঁতে না পারার কষ্ট।