বীর মুক্তিযোদ্ধা মতিন হত্যায় ৬ জনের ফাঁসি
ময়মনসিংহের ত্রিশালে আলোচিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার হত্যা মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড ও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে ময়মনসিংহের দ্বিতীয় আদালতের অতিরিক্ত দায়রা জজ সাবরিনা আলী এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মোবারক হোসেন, তোফাজ্জল হোসেন, রুবেল, সেলিম, সোহাগ ও ইদ্রিস। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন মোফাজ্জল হোসেন ও রুবেল।
বেঞ্চ সহকারী মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।