আর্কাইভ থেকে বাংলাদেশ

শামসুল হুদা ৯০ দিনে নির্বাচন করেছিলেন ৬৯০ দিনে : সিইসি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বর্তমান কমিশনের সমালোচনা করেন, অথচ তিনি আইন লঙ্ঘন করে ৯০ দিনে নির্বাচন করেছিলেন ৬৯০ দিনে। দায়িত্বে থাকা অবস্থায় তিনি নিয়ম বর্হিভূতভাবে অনেক কাজ করেছেন। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কে এম নুরুল হুদা।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) আরএফইডি টকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুজনের নির্বাহী সম্পাদক বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে এক কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এ নির্বাচন কমিশনে কাজ পায়নি। অথচ বর্তমান কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ ও সমালোচনা করে সুজন।

এ সম্পর্কিত আরও পড়ুন